Answered 2 years ago
আমি প্রচুর মুভি দেখেছি, বেশিরভাগ দেখেছি বিদেশি মুভি। IDMb টপ ১০০ সহ প্রায় কয়েক হাজার মুভি দেখেছি; কিন্তু আমার দেখা সব মুভির মধ্যে আমার নিজের বাচাই করা ২০টা মুভির মধ্যে প্রথম স্থানে এই মুভিকে রেখেছিলাম, কারন এই মুভি আমাকে এতোটাই বিমোহিত করেছিল যে, অনেকদিন এই মুভির ঘোরে ছিলাম।
বাংলা সাবটাইটেল সমেত এই মুভিটা দেখুন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। একটা পরামর্শ দেই, এই মুভির দেখার আগে হাতের কাছে নানান ধরনের আতর বা পারফিউমের বোতল রাখবেন; এগুলো শুঁকে শুঁকে মুভি দেখলে আলাদা ভালোলাগা কাজ করবে।
raju007 publisher