মেধাবী শিক্ষার্থীরা ভালো ক্যারিয়ার পেতে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪র্থ বিষয় হিসেবে কৃষিশিক্ষা নিয়ে পড়লে ভালো হবে নাকি অর্থনীতি?

1 Answers   13 K

Answered 2 years ago

আগে তো অফ সাব্জেক্ট ছিলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পার্ট এক এবং দুই নামে। আরেকটা ছিলো ব্যবসায় উদ্যোগ। দূর্বল ছাত্ররা ভয়ে এবং রেজাল্ট খারাপ হওয়ার আশংকায় ব্যবসায় উদ্যোগ নিতো। উল্লেখ্য অফ সাব্জেক্টে ফেইল করলেও সমস্যা ছিলোনা তবে পরিক্ষা দেয়াটাই বাধ্যতামূলক ছিলো। এইচ এস সি 'র রেজাল্ট ক্যারিয়ার নির্ধারণে ভূমিকা রাখেনা তবে ভালো রেজাল্ট মানে বেশি পয়েন্ট (পাচ স্কেলে) পেলে ভালো(ভালো বলতে নামকরা) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দেবার সুযোগ পেতে পারে। অনেকে এস এস সি 'তে ভালো রেজাল্ট করেও ইন্টারে খারাপ (কম পয়েন্ট পেয়ে) রেজাল্ট করায় ভর্তি পরিক্ষা দেবার মত সুযোগ পায়না, মানে নূন্যতম আবেদনের যোগ্যতা(৭.৫০ থেকে ৮+ পয়েন্ট SSC +HSC) থাকেনা। তাই যদি কৃষিশিক্ষা তূলনামূলক সহজ হয় তাহলে এটাই নেয়া উচিত। তবে অর্থনীতি মাধ্যমিক থেকে উচচ মাধ্যমিক পর্যায়ে খুব একটা কঠিন হবেনা (ব্যাস্টিক + সামস্টিকের দুনিয়া উজাড় করে পরতে হবেনা, ম্যাথ করতে হবেনা, কেবল ব্যাসিক ধারণা দেয়া হয়) তাই নেয়া যেতে পারে। এটা অফ সাব্জেক্ট হওয়ায় স্টুডেন্টদের পছন্দ ও ঐচ্ছিক।

Ahona Sardar
ahonasardar
463 Points

Popular Questions