মেডিকেল স্টুডেন্টদের কি সারাক্ষণই পড়ালেখা করতে হয়? এমবিবিএস পাশ করে ডাক্তার হওয়ার পরও কি সারাক্ষণ পড়ালেখা করা লাগে?

1 Answers   4.4 K

Answered 2 years ago

না। সারাক্ষণ পড়া তো সম্ভব না। তবে কেও কেও বেশি পড়ে ,কেও একটু কম। আর আপনি যত বেশি ডাক্তারি পড়া এবং সাথে সাথে ক্লিনিক্যাল প্র্যাক্টিস করবেন আপনি তত ভালো ডাক্তার হিসেবে নিজেকে পরবর্তী কালে দেখতে পাবেন। এটা সত্যি যে ডাক্তারি পড়তে ঢুকেই যে ডাক্তারি পড়ুয়া দের সংগ্রাম শেষ - তা কিন্তু একেবারেই নয়। বরং এ এক বৃহত্তর সংগ্রাম এর সূচনা।

আর ডাক্তার হবার পর ও পড়তে হয় একথা সত্যি। কারণ নিত্যনতুন ঔষধ এর আবিষ্কার হয়েই যাচ্ছে। কখন কোন ওষুধ এর খারাপ দিক (side effects)আবিষ্কৃত হলো , সেগুলো জেনে রাখা অত্যন্ত দরকার। নাহলে দেখা গেলো WHO গাইডলাইন অনুযায়ী ওষুধ টি কে ব্যবহার এর অযোগ্য ঘোষণা করা হয়েছে আর ডাক্তার সেই ওষুধ ই লিখে যাচ্ছেন শত শত রোগী কে। তাই ডাক্তার হয়ে যাবার পরেও পড়াশোনা বন্ধ করা ডাক্তার দের চলবে না।


Farhan
farhanreza
271 Points

Popular Questions