মৃত্যুর পর নাকি কবরে শাস্তি পেতে হয়। তাহলে যে ২ হাজার বছর আগে মারা গেল সে কি বেশি শাস্তি ভোগ করলোনা?

1 Answers   12.6 K

Answered 2 years ago

ভালো প্রশ্ন হয়েছে। কবরে শাস্তি তো অনেক পরের কথা, কবরে অব্স্থানের সময়টাই তো অনেক পার্থক্য হয়ে যায়। একজন মানুষ দুই হাজার বছর আগে মারা গেছে, আর আমি আজকে মারা গেলাম। তাহলে, সেই লোকটি আমার চেয়ে ২ হাজার বছর বেশী সময় কবরে থাকলো। এখানে ন্যায়বিচার হল না !!

এই বিষয়টি বুঝতে গেলে দুইটি জিনিস বুঝতে হবে। সময় ও মৃত্যু। আল্লাহর বানানো এই মহবিশ্বে সবচেয়ে রহস্যময় জিনিস হল- সময়। সময় জিনিসটা মানুষ খুব সমান্য জানে। আর মৃত্যু জিনিসটা, মানুষ একেবারেই জানে না। এই দুটি জিনিসের বাইরে যাবার ক্ষমতা আমাদের নেই।

এই উদাহরণটি এর সাথে মানানসই নয়, তারপরেও বোঝানোর জন্য বলতে হচ্ছে। বেলা ৩ টার সময় যে লোকটি সিনেমা হলে ঢুকে, সে কি ৯টা হলে ঢোকা লোকের চেয়ে বেশী সময় সিনেমা দেখে? আগে ঢুকুক আর পরে ঢুকুক, সবাই সমান সময় সিনেমা দেখে। কারন আপনার আয়ু ৯০ বছর, আর সিনেমার আয়ু ৯০ মিনিট। আপনার সময় ও সিনেমার সময় সম্পূর্ণ আলাদা। আপনার বাসা থেকে সিনেমা হলে যেতে ২০ মিনিট লাগে। এই ২০ মিনিট সময়ের ভেতরে সিনেমার নায়ক বিলেত ফেরত ডাক্তার হয়ে যায়। আপনার জীবন, আপনার সময়। সিনেমার আয়ু, সিনেমার সময়, সম্পূর্ণ আলাদা।

মানুষ মারা গেলে, অন্য জগতে চলে যায়। তার সময় ও অবস্থান সম্পূর্ণ আলাদা। দুনিয়ার সময়ের সাথে, মৃত্যুর পরের সময়ের কোন সম্পর্ক নেই। কবরে সবারই সময় সমান দীর্ঘ। মানুষ যখনই মরুক না কেন, সবাই সেই সমান পরিমাণ সময় কবরে থাকবে।এর মধ্যে দুনিয়াতে কয়েক মিনিট পার হোক বা হাজার বছর পার হোক, তাতে কবরের জগতের কোন কম বেশী হয না।

বিকেল ৫ টার ট্রেন ধরার জন্য আপনি হয়ত ৪টায় বসা থেকে বের হয়েছেন। আরেকজন একটু দুরে থাকে, তিনি বের হয়েছেন ৩টায়। আরেকজন খুব কছে থাকেন, তিনি ১৫ মিনিট আগে বের হয়েছেন। আপনাদের তিন জনকে যারা বের হতে দেখেছে, তারা আপনাদের আগে-পরে আলাদা সময়ে বের হতে দেখেছে। কিন্তু ট্রেনে বসা একজন সহযাত্রী আপনাদের একই সময়ে ত্রেনে উঠতে দেখেছে।

ঠিক তেমনি, আপনি দুনিয়াতে বসে দেখেন বলেই, অগে-পরে আলাদা সময়ে মৃত্যু দেখেন। আপনি যদি পরোকালে বসে দেখতেন, তাহলে সবাইকে একই সময় পরোকালে ঢুকতে দেখতেন।

মৃত্যুর পরে, পরোকালে শাস্তি হয়। সেই শস্তিটা হয় অন্য জগতে। আমরা সেটা দেখতে পাই না। এই শাস্তির সাথে কবরের কোন সম্পর্ক নেই। যাকে কবর দেওয়া হয় না, তারও শাস্তি হয়। এই শাস্তিটা হয় ইমান ও সতকর্ম না থাকলে।

Talha Tolib
talhatolib
488 Points

Popular Questions