Answered 2 years ago
মৃত্যু না বলে যদি বলেন দেহ ত্যাগ তাহলে কথাটা সঠিক হয়।
হিন্দু মাইথলজি অনুসারে প্রতিটা দেহের মধ্যে একটি আত্মা আছে। এই আত্মা একটি পরমাত্মার অংশ। তাহলে পরমাত্মা আছে বলেই আত্মা আছে। আত্মা দেহকে পরিচালনা করে আর পরমাত্মা তার হিসাব রাখে। আপনি অর্থাৎ আত্মা যা কিছু করছেন পরমাত্মা তার হিসাব রাখছেন। এই হিসাবের মধ্যেই লুকিয়ে থাকে দেহ ত্যাগের পর আত্মার কি হবে। অনেকটা সফ্টওয়ারের মতো। আপনি যেমন ইনপুট দেবেন আউটপুট সেরকমই হবে। মনে করুন আপনি কাউকে আনন্দ দিলেন তাতে অপরজন আনন্দিত হলো তাহলে পরমাত্মা আপনাকে সেই আনন্দের সুখ প্রদান করবেন। এইভাবেই জীবন এগিয়ে চলে। যখন আত্মা দেহ ত্যাগ করে তখন এই সুখ দঃখের কিছুটা নিয়ে যায়। কিছুটা ফল সে-তো জীবদ্দশায় ভোগ করেছে। বাকীটার ফল অনুসারে পরমাত্মা তাকে পরবর্তী জীবন প্রদান করে।
tarik006 publisher