মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে অনলাইনে দ্রুত ভর্তি করানোর সুযোগ আছে কী?

1 Answers   14.2 K

Answered 2 years ago

রোগীকে নিয়ে একবার টাটা মেমোরিয়ালে চেষ্টা করতে পারেন, যদি না হয় । আমার মনে হয় দ্রুত ভর্তি করা যায়না । অনেক সময় লাগে । তাহলে টাটা মেমরিয়ালের আশেপাশে বড় বড় দুটো সরকারী হাসপাতাল আছে, ওখানে রোগীকে ভর্তি করিয়ে দিন। ঐ হাসপাতালের ডাক্তারের যদি মনে হয় তাহলে ওনারাই সরাসরি টাটা তে ভর্তি করিয়ে দেবে । ওনাদের টাটার ডাক্তারের কানেকশন আছে। এছাড়াও বিভিন্ন টেস্টের ক্ষেত্রে যেখানে অনেকদিনের তারিখ দেওয়া হয়, ঐ সমস্ত টেস্ট দ্রুত হয়ে যাবে
Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions