Answered 3 years ago
বরফ এর এই টনিক এর কথা টা আমিও শুনেছি। নিজে কয়েক বার ব্যবহার ও করেছি।
আমার কাছে তো মজাই লাগে। আহা। বরফের ফলে ত্বকের জীবাণু গুলো মরে যায় এবং ত্বকের মসৃণতা বজায় থাকে আমিও এমনটাই শুনেছি।
ব্রণ কম বেশি অনেক মানুষ এরই হয়।
রাত জাগা, দুশ্চিন্তা, কম পানি খাওয়া, মুখে ধুলোবালি লেগে থাকা এছাড়া অনেকের বংশগত কারণেও হয়ে থাকে। আবার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়ে অনেকের কমে যায় এমনকি হয় ও না।
আমি যখন কলেজে পড়তাম তখন টুকটাক মুখে হতো। অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে। আমি তেমন কিছুই করতাম না। তবে এই বরফ মাঝে মাঝে দিয়েছিলাম। হাহাহা।
আমার মতে এইটা টুকটাক উপকারী তবে সেটা পরোক্ষ ভাবেই।
Mohon Ali publisher