মুক্তিযুদ্ধে ভারত সাহায্য না করলে কি বাংলাদেশ স্বাধীন হতে পারত?

1 Answers   6.9 K

Answered 3 years ago

আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যখন পাকিস্তানি বাহিনি কে প্রায় হারিয়ে ফেলেছি ঠিক তখন ইন্ডিয়া আর্মি পাঠায় । ইন্ডিয়া আর্মি , এর আগে কি আমাদের মুক্তি পাকিস্তানি বাহিনি কে সায়েস্তা করেনি ??? করেছে । শেষ এর দিকে তো একে বারে ঘরবন্দি হয়ে পরেছিল পাকিস্তানি আর্মি । যাইহোক , আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মুক্তিবাহিনী কে ইন্ডিয়া কি বন্দুক দিয়ে ছিল ?? উত্তর হচ্ছে , ৩নট ৩ রাইফেল । যেটা কিনা ১০০ বছরের পুরনো ছিল । আমাদের মুক্তিবাহিনি কি এগুলা দিয়ে যুদ্ধ করেনি ?? করেছে । আসলে ইন্ডিয়ান অনেকে এসব বলার মাধ্যমে বুঝানোর চেষ্টা করে ইন্ডিয়ান আর্মি সব করেছে । আমাদের মুক্তি বাহিনি কিছুই করেনি । এটা আসলে অজুক্তিক । ইন্ডিয়া আমাদের সাহায্য করেছে এটা অবশই সত্য কিন্তু তার মানে এই না যে ইন্ডিয়া সাপোর্ট না করলে আমরা হতে পারতাম নাহ । আমাদের দেশকে রক্ষায় এদেশ এর মানুস জীবন দিয়েছে , এমনি এমনি নাহ । আমাদের ৯৭% মানুষ ছিল পক্ষে । আর যে দেশ এর ৯৭% মানুষ চায় তাদের দমিয়ে রাখা এত সহজ নাহ । [ বিঃদ্রঃ আমি ইন্দিয়ার অবদান অসিকার করছি না , ] আরেকটা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান স্বার্থ ছিল না এরকম নয় । আপনাদের জানার কথা যে ইন্দিয়ার চিকেন নেক আমাদের কাছাকাছি অবস্থিত । যে মুলত ইন্দিয়ার সাথে রাজ্য গুলার ইস্থাপন করেছে । আর এটা যদি ইন্ডিয়া কেউ দখল করে নেয় তাহলে ইন্দিয়ার পূর্বের রাজ্যগুলা হারাবে । বুজতেই পারছেন , আমাদের স্বাধীনতা কেন ইন্দিয়ার জন্য important ছিল ।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions