মায়ানমার কি বাংলাদেশ আক্রমণ করবে?

1 Answers   5.1 K

Answered 3 years ago

মায়ানমারের সেই সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নেই। বার্মিজ আর্মি আসলে কাগুজে বাঘ। তার নিরীহ জনগণের সাথে যতই হম্বিতম্বি করুক না কেনো সত্যিকারের কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে যুদ্ধে পারে না। দেশটির বিশাল অংশ বিদ্রোহীদের দখলে। এরকম অবস্থায় বাংলাদেশ আক্রমণ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা।


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions