Answered 2 years ago
ইসলাম পরে বুঝলেও চলবে। প্রথমে "বিয়ে" বুঝুন। বিয়ে জিনিসটা হলো - জনগনকে জানানো। হ্যাঁ, মানুষকে জানানো। মানুষকে জানানো হয় - অমুক নারী এবং অমুক পুরুষ আজীবন একসাথে থেকে বংশবৃদ্ধি করবে। মানুষকে তেমন জানানোটাই - বিয়ে।
বিয়ে জিনিসটা গোপনে হয় না। বিয়ে অবশ্যই লোকজনকে জানিয়ে করতে হবে।
বিভিন্ন সমাজে, বিভিন্ন জাতিতে, ভিন্ন ধরনের বিয়ের পদ্ধতি আছে। পদ্ধতি আলাদা হলেও, মূলনীতি একই - মানুষকে জানানো। মানুষকে জানিয়েছে সেটার প্রমান রাখতে হয়। ওই প্রমান রাখার জন্যই লোকজন ডেকে উৎসব, আয়োজন, ইত্যাদি করা লাগে। বিয়ের প্রমান রাখার জন্য রাষ্ট্রীয় আইন আছে, রেজিস্ট্রেশন এর ব্যাবস্থা আছে।
বিয়ে জিনিসটা গোপনে হয় না। বিয়ে অবশ্যই লোকজনকে জানিয়ে করতে হবে।
বিয়ের জন্য, বিভিন্ন সমাজ ও জাতির নিজস্ব নিয়ম কানুন আছে। ইসলাম একটি পরিপুর্ন নিয়ম কানুনের ধর্ম। বিয়ের জন্য ইসলামে নিজস্ব নিয়ম কানুন আছে। এখানেও ওই একই ব্যাপার - প্রমান রাখা, লোকজন জানানো।
ইসলামে বিয়ে সঠিক হবার নিয়ম শর্ত মাত্র তিনটি
বর ও কনে দুজনই "রাজী" বলে স্বীকার করবে
দুজন স্বাক্ষী উপস্থিত থাকবে
কনের বাবা (অথবা আবিভাবক) উপস্থিত থাকবে
লক্ষ্য করুন - এই তিনটা নিয়ম হলো নুন্যতম আবশ্যিক শর্ত। তাছাড়া, আজকের যুগে মৌখিক স্বীকারোক্তি যথেষ্ট নয়, লিখিত স্বীকারোক্তি প্রয়োজন। সেজন্যই, আজকের যুগে শুধু মুখে বলে নয়, লিখিত বিয়ে হয়।
উল্লেখিত তিনটি শর্ত পুরন করতে গেলে, মেয়ের বাবা সহ মোট তিনজন উপস্থিত থাকবে। বিয়েটা আর গোপন থাকলো না। আবারও - গোপনে বিয়ে হয় না। বিয়েটা মানুষকে জানিয়ে করতে হয়।
hafizasultana publisher