Answered 3 years ago
মাষ্টার্স কিংবা পিএইচডি'র ক্ষেত্রে গ্যাপ থাকলে সেটাকে স্টাডি গ্যাপ হিসেবে গণ্য করা হয় না। বিদেশে খুব কম মানুষই একটানে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলে। বেশিরভাগই ব্যাচেলর এর পর জব করে কয়েক বছর। তারপর মাস্টার্স করে। একই কথা পিএইচডি এর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার যে চার বছর গ্যাপ আছে ওই সময়ে জব এক্সপিরিয়েন্স থাকলে আর অন্যসব কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
Himel Ahmed publisher