মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?

1 Answers   2.1 K

Answered 3 years ago

খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা ভাল হয়েছে। আরেকটু আগে নিলে হয়ত আরও ভাল হত। খেলাধুলার ভক্ত অনেকে বলছে বাংলাদেশে দলে তার উত্তরসূরি কেউ নাই। তার মত নেতা আর হবে না। না থাকলে নাই। একটা পেশাদার দল হোক সেটা খেলার দল, বা গানের দল, ব্যবসা প্রতিষ্টান বা সৈন্য বাহিনী, কেউ কারও মুখ চেয়ে বসে থাকে না। পরের প্রজন্মে যারা খেলতে আসবে তারা সব বুঝে শুনেই আসবে। প্রতিযোগীতায় টিকতে পারলে টিকবে, না পারলে বিদায়। পুতুপুতু করার কোন প্রয়োজন নাই।

মাশারাফি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে রাজনীতি করবেন। এখন সে আমাদের দেশের সাংসদ হয়েছেন। ওনার ঘাড়ে অনেক গুরুদায়িত্ব। আমি একটা ছোট্ট স্টার্টআপ কোম্পানিতে কয়েক হাজার লাইনের কোড করা সফটওয়্যার আর গোটা দশেক সার্ভার দেখাশোনা করি। সেই কাজ করতে গিয়েই এত ব্যস্ত থাকি, নিজের পরিবারকে তাদের প্রাপ্যটা দিতে পারছিনা কিনা সবসময় ভাবতে হয়। কোন কোন দিন চাকরি শেষ করে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, জীবনসঙ্গিনির সাথে গুরুত্বপূর্ণ পারিবারিক আলোচনা এসবের মধ্যে ভারসম্য টিকিয়ে রাখতে হিমশিম খাই। পদে পদে ভুল করি। সেই তুলনায় একটা দেশের সাংসদ হওয়া আর একটা জাতীয় দলের নেতৃত্ব একাধারে পালন করা কতটা কঠিন কাজ সেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আঁটে না।

সাংসদ পূর্ণ মনোযোগ দিয়ে নিজের দায়িত্ব পালন করুক। সর্বাঙ্গিন সাফল্য কামনা করি

Administrator
admin
0 Points

Popular Questions