মার্কেটপ্লেস কী?

1 Answers   14.5 K

Answered 3 years ago

মার্কেটপ্লেস মূলত একটি বাজার।

আমরা যখন কোন বাঁজারে যাই সেখানে অনেক দোকানদার থাকে।

তারা কাস্টমারের কাছে পণ্য বিক্রি করে। যেমন কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট বাজার ইত্যাদি।

ঠিক অনলাইনে অনেক ধরনের বাজার রয়েছে যেমন দারাজ, চাল ডাল, সহজ এফিলিয়েটস[1] ইত্যাদি।

এটাকে মার্কেট মার্কেটপ্লেস বলে।

আপনি যখন অনলাইনে কোন কিছু কেনাকাটা করবেন তখন এসব মার্কেটপ্লেসে গিয়ে কিনতে হয়।

অনেক বিখ্যাত আছে বিক্রেতা আছে যারা এই মার্কেটপ্লেসে তাদের পণ্য বিক্রি করে থাকে।

Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions