Answered 2 years ago
মানুষ যেকোনো জিনিস খুব সহজেই পেতে চায়। যা ভালো তা অর্জুন করার জন্য কঠিন পরিশ্রম করতে হয় ।সে অভ্যাস হতে পারে শিক্ষাগত যোগ্যতা হতে পারে পেশাগত দক্ষতা হতে পারে কষ্ট ছাড়া এগুলোর কোনটাই পাওয়া যায় না কারণ এগুলো ভালো। কষ্ট করে এগুলো পাওয়ার ক্ষেত্রে মানুষের তাই উৎসাহ এবং আগ্রহ অপেক্ষাকৃত কম থাকে।
খারাপ জিনিস খুব সহজেই পাওয়া যায়। যে খারাপ তা অর্জন করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না ।খারাপ অভ্যাস খারাপ পরীক্ষার ফল খারাপ মানের কাজ করা খুবই সহজ মানুষটাই সহজ পদ্ধতির দিকেই বেশি ছোটেন সহজে আকর্ষণ অনেক বেশি।
নিজের জীবন দিয়ে ভেবে দেখুন। আমরা সবাই প্রতিদিনের রুটিনে যা সহজ তাই কিন্তু পেতে চাই। এভাবেই আমরা কঠিন অথচ ভালো সেই পথকে এড়িয়ে ক্রমশ খারাপের দিকে ঝুঁকে গেছি।
babynaznin publisher