মানুষ আর অমানুষ-এর মধ্যে পার্থক্য কী?

1 Answers   8.2 K

Answered 2 years ago

মানুষ আকৃতি দিক দিয়ে হলেও কিছু সংখ্যক মস্তিষ্ক এবং বিবেক দিয়ে মানুষ হয়ে ও নিবোর্ধ, জানোয়ার এর মতো আচরণ করে, কাজকর্ম করে, তখন আমরা বলি তাকে অমানুষ। প্রকৃতপক্ষে তার চিন্তাভাবনার অবনতি এবং নীতিগত অবনতির ফলে সে নিজেও ধ্বংস হয় পাশের মানুষ ও ধ্বংস করে। মানুষ নিজের কল্যাণ করে এবং অপরের। কিন্তু অমানুষ শুধু ক্ষতি করতে জানে


Rayahan
rayahan
338 Points

Popular Questions