Answered 3 years ago
মানুষ স্মৃতিশক্তি হারায় দুটি কারণে
প্রথমটি হল বয়স জনিত কারণ।
দ্বিতীয়ত হল মনের ভাবনায় অলসতা।
ব্যাপারটি এরকম যে
আমরা জীবনকে খুব শর্টকাট করতে চাই যার ফলে আমাদের ব্রেন কিন্ত খুবই অলস টাইপের হয়ে যায়।
ব্রেন যখন অলস হয়ে পড়ে তখন সে বেশী কিছু আর মনে রাখতে চায় না । খুব কম ইনফরমেশন মনে রাখতে থাকে।যার ফলে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে থাকে । এবং আমরা ভুলে যেতে থাকি।
ujjolahmed publisher