মানুষের ছায়া না থাকলে কি বিঘ্নিত ঘটতে পারত?

1 Answers   7.6 K

Answered 2 years ago

মানুষের ছায়া থাকা প্রয়োজনীয়। ছায়ার অবহেলা বা অভাবে নিম্নলিখিত বিঘ্ন ঘটতে পারে:

১. মানব মনোভাব প্রভাবিত হবে। ছায়ার অভাবে মানুষ অনিয়মী, অঘ্নিষ্ঠ ও অল্পবিবেকী হতে পারে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। মনের শান্তি বিঘ্নিত হবে।

৩. মানব-সম্পর্কে সমস্যা তৈরি হবে। অতিরিক্ত নির্ভরতাশীলতা, সংগ্রামের অভাব ও আত্মবিশ্বাসের কমতি দেখা দেবে।

৪. জীবনধারা হ্রাস পাবে। কাজের আনন্দ পাওয়া যাবে না।

সম্পূর্ণ মানব বিকাশের জন্য মানুষের নির্ভরতা ও নির্ভূলতার অনুভূতি একই সাথে প্রয়োজন। ছায়ার অভাবে সেই সমস্ত বিঘ্ন ঘটতে পারে।

আশা করি এটা সহায়ক হয়েছে। আরও জানতে চাইলে অনুরোধ করুন।

Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions