মানুষের কোন জিনিসটা আপনাকে অবাক করে দেয়?

1 Answers   10.9 K

Answered 2 years ago

হ্যাঁ আমি ফুচকা বিক্রি করি,এবং আমি এই ব্যবসা টা নিয়ে গর্ব বোধ করি, আমার আশেপাশের আত্মীয় স্বজনের ও তথাকথিত elite societyর মানুষ রা বলে এত পড়াশুনা করে শেষ পর্যন্ত বাবা র করা ফুচকা ই বিক্রি করছিস,।

তাদের বলি,,,,

আমি গর্বিত,,,, আমার বাবার লঙ্কাগুঁড়ো তে হাত জ্বালাকরা রোজগারের টাকাতে মানুষ,,হযেছি ,,তাই আমিও,, ,,,

সরকারি চাকরির চেষ্টার পাশাপাশি বাবার হাত জ্বালানোর সঙ্গী হতে পেরেছি, এ জন্য আমি গর্বিতো ||

আমি ফুচকা বিক্রি করি ,,, কিন্তু বাবার পয়সাতে ফুটানি করি না ||

বরং বাবা কে সাহায্য করি ,আর অনেক স্বপ্ন নিয়ে Shree Venkatesh Kajal's তৈরি করেছি,||

যাকে তোমরা বলো startup,,দীর্ঘ দিনের স্কুল ও কলেজ এ শিক্ষা পেয়েছি "কোন কাজ ছোট নয়" আমি সেটাই কাজে লাগাচ্ছি,

কে কি বলল,তাতে আমার কিছু যায় আসে না, আমি না খেয়ে থাকলে কেউ আমাকে একবেলা খাওয়াবে না💙

proud to_be_a_fuchkaWala_and_son_of_

FuchkaWala_

"Excellent,, we are also .proud.. "

" আমারে যেন না করি প্রচার _____"

আমারে না যেন করি প্রচার ___

"আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,

তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।।"

_______রবীন্দ্রনাথ ঠাকুর।

Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions