Answered 2 years ago
নিঃসন্দেহে খারাপ হবে। কারণ সকল সৃষ্ট জীবই সৃষ্টিকর্তার অনুপম সৃষ্টি। যদি মাইক্রোচিপ বসানোর প্রয়োজন হতো তবে সেটা সৃষ্টিকর্তাই করে দিতেন। মাইক্রোচিপ বসালে ইলেকট্রিক ইম্পাল্সের কারণে দেহ আনস্টেবল হবার সমুহ সম্ভাবণা রয়েছে। আমরা হয়তো এ সমস্যার কিছুটা সমাধান করতে পারি তবে সৃষ্টিকর্তার মতো পুরোপুরি নই। বিশেষ কারণে চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তবেই তা বসানো য়ৌক্তিক, যেমন আর্টিফিসিয়াল পিসমেকার ইত্যাদি
Hurairafaika publisher