মাঝে মাঝে আমরা আকাশে যে রকেটের মতো বস্তুটি দেখতে পাই (বিমান নয়) প্রচুর ধোঁয়া ছড়িয়ে চলছে, সেটি আসলে কী?

1 Answers   2.4 K

Answered 3 years ago

ওটা বিমানই। আপনি "বিমান নয়" এটা কীভাবে নিশ্চিত হলেন?

যাত্রীবাহী বিমান অনেক উঁচু দিয়ে যাবার সময় সেখানে অনেক ঠাণ্ডা, কম বাতাসের প্রবাহ ও কম চাপের কারণে বিমান থেকে নির্গত জ্বালানী বর্জ্য জলীয় বাষ্পের সংস্পর্শে জমে যাবার কারণে এটা হয়

Shajidur Rahaman
rahamanshajidur
284 Points

Popular Questions