মহাকাশে রকেট উৎক্ষেপণের সময় রকেটের গায়ে বরফের আস্তরণ জমতে দেখা যায় কেন?

1 Answers   13.8 K

Answered 3 years ago

মহাকাশে রকেট উৎক্ষেপণের সময় রকেটের গায়ে বরফের আস্তরণ জমতে দেখা যায় না। রকেট এর গায়ে একটা বিশেষ পদার্থের আস্তরণ দেয়া হয়। পদার্থটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, রকেট যখন লঞ্চ এর জন্য প্রস্তুত হতে থাকে অর্থাৎ রকেটের ইঞ্জিন স্টার্ট হয় তখন সম্পূর্ণ রকেটটি প্রচন্ডরকম কাঁপতে থাকে। আর এই কাঁপুনির ফলে রকেটের বডি থেকে এই পদার্থটি কিছু পরিমাণে খসতে থাকে, এটাকে হয়তো আপনি বরফ ভেবে ভুল করে থাকতে পারেন।

তবে এটা ঠিক যে একটা সময় পর রকেটের গায়ে বরফ জমতে দেখা যায়। এটা ঘটে যখন রকেটটি বায়ুমন্ডল অতিক্রম করে ঠিক তখন। এর কারণ রকেট যখন বায়ুমন্ডল অতিক্রম করে ঠিক তখন বায়ুমন্ডলের বিভিন্ন উপাদান যেমনঃ জলীয়বাষ্প, বিভিন্ন গ্যাস ইত্যাদির সংস্পর্শে এসে এর গায়ে বিন্দু বিন্দু পানির ফোটা জমা হয়। মহাশূন্য মারাত্নক রকমের ঠান্ডা হয়ে থাকে। আউটার স্পেসে এই তাপমাত্রা –237° C এর নিচে হতে পারে। তাই এই ভয়াবহ তাপমাত্রায় মূহুর্তের মধ্যে যেকোনো তরল জমে বরফ হয়ে যায়। ঠিক এই কারণেই রকেটের গায়ে বরফ জমতে দেখা যায়।

Popy Khatun
popykhatun
473 Points

Popular Questions