কোনোটাই নয়; জীব ও জড়বস্তু দুই-ই পদার্থ দিয়ে তৈরী (জীবের ক্ষেত্রে জৈব পদার্থ, জড়ের ক্ষেত্রে অজৈব পদার্থ) কিন্তু মন পদার্থ দিয়ে গঠিত নয় । যদি ধরেও নিই যে আমাদের মস্তিষ্কের (পদার্থের) ক্রিয়া থেকেই মনের উৎপত্তি, সেক্ষেত্রেও মন আর মস্তিষ্ককে একই বলা চলে না কারণ আমি চাইলে কারও মস্তিষ্কের গঠন ও ক্রিয়াকলাপ স্টাডি করে তাঁর ব্যবহারিক প্যাটার্ন অনুধাবন করতে পারি কিন্তু তাঁর মন কীরকম সেই অভিজ্ঞতা লাভ করতে পারি না । বড়জোর অনুমান করতে পারি মাত্র । মন যদি আদতে পদার্থই হতো তবে এমনটা হতো না ।
অবশ্য তাতে আবশ্যিকভাবে প্রমাণ হয় না যে মন পদার্থের থেকে স্বতন্ত্র; এমনটাও হতে পারে যে মনের অস্তিত্ব মস্তিষ্কের উপর নির্ভরশীল কিন্তু তা মস্তিষ্কের ক্রিয়াতে হ্রাসযোগ্য নয় । কোনটা সত্যি? তা আমরা এখনো জানি না ।
hossain publisher