মনে কর, তুমি R আমি দুইজন মিলে ১০০ টাকা এমনভাবে ভাগ করে নেবো, যেন আমি শুধু ২ টাকা বেশি পাই এবং তুমি ২ টাকা কম পাও। তাহলে কে কত টাকা করে পাবে?

1 Answers   6.1 K

Answered 2 years ago

১০০/২ = ৫০ অর্থাৎ দুইজন সমানভাবে ৳১০০ ভাগ করে নিলে দু'জনই ৳৫০ পাবেন৷ কিন্তু প্রশ্নেতো একজনের আরেকজনের থেকে ৳২ বেশি পেতে হবে৷ সুতরাং যিনি বেশি পাবেন, তিনি পাবেন = ৳৫০ + (৳২)/২ = ৳৫১; আর যিনি কম পাবেন তিনি পাবেন = ৳৫০ — (৳২)/২ = ৳৪৯ (উত্তর) একইভাবে, একজন আরেকজনের থেকে যদি ৳১০ বেশি পেত, তাহলে যে বেশি পেত, সে পেতঃ ৳৫০ + (৳১০)/২ = ৳৫৫ আর যে কম পেত, সে পেতঃ ৳৫০ — (৳১০/২) = ৳৪৫ আমি কি ভালভাবে ব্যাপারটা বুঝাতে পেরেছি?
Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions