Answered 3 years ago
একদম সহজ করে বলতে গেলে বাংলায় আপনি একজনের সাথে আপনার সম্পর্কের উপর ভিত্তি করে তাকে তুই, তুমি বা আপনি বলে সম্বোধন করতে পারেন। কিন্তু ইংরেজিতে একই ক্ষেত্রে শুধুমাত্র You (ইউ) দ্বারা তিনটি কেই বোঝানো হয়।
আবার আরো তিনটি ভিন্ন অর্থের শব্দ - অধিকার, সঠিক ও ডান। এ তিনটি শব্দের ইংরেজি তে একটিমাত্র শব্দ দিয়েই প্রকাশ করা হয় - Right (রাইট) যেটা দিয়ে এক এক সময় এক এক ভাব প্রকাশ হলেও বাংলায় তিনটি অর্থের জন্য তিনটি শব্দ রয়েছে।
বাংলা ভাষার শব্দ ভান্ডার এক অর্থে বিশালাকার।
rohanahmed publisher