Answered 3 years ago
প্রথম কথা হলো ক্রীতদাস জিনিসটা মুসলিমদের আবিষ্কার নয়। প্রাচীন আমল থেকেই এই ক্রীতদাস ব্যবস্থা চালু ছিলো।
দ্বিতীয় কথা, ক্রীতদাসদের সাথে একেবারে পশুর মতন আচরণ করা হতো। তাদের স্বপক্ষে কোন আইন ছিলো না। কিন্তু, ইসলাম সর্বপ্রথম ক্রীতদাসদের পক্ষে কিছু আইন প্রণয়ন করেছে।
তৃতীয় কথা, এই যুগে ক্রীতদাস জিনিসটা নেই। তবে, ভিন্ন মোড়কে সবসময়ই ক্রীতদাস ব্যবস্থা চলে আসছে। উদাহরণ হিসাবে পতিতা পল্লী দেখতে পারেন। ওরা এক ধরণের ক্রীতদাস। পতিতা কেনা-বেচা হয়। তাদের তেমন কোন অধিকার নেই।
বোঝা গেল : ইসলাম ক্রীতদাস প্রথা শুরু করেনি। অন্য সকল ধর্মের মানুষের সাথে মুসলিমরাও ক্রীতদাস ব্যবস্থা চালিয়ে গেছে। ক্রীতদাসের প্রতি সদয় হবার নিয়ম লেখা আছে একমাত্র ইসলামে।
আপনার দাবী - মুসলমানরা ক্রীতদাস প্রথা চালিয়ে গেছে, অন্যরা কমিয়ে দিয়েছিলো। এটা একটি ডাহা মিথ্যা কথা।
ক্রীতদাস ব্যপারে অনেকেই ইসলামের বদনাম করে। তার কারণ হলো - ইসলামে ক্রীতদাস এর সাথে আচরণবিধি খুঁজে পাওয়া যায়। অন্য ধর্মে ক্রীতদাস বিষয়ক তথ্য নেই। এমন দেখে কেউ কেউ মনে করে, ইসলাম ক্রীতদাস সমর্থন করেছে।
ব্যপারটা কিছুটা এমন : অমুক কলেজের নিয়মাবলী বইতে লেখা আছে - কলেজ এলাকায় ধূমপান করা যাবে না। সেই লেখা দেখে আপনি প্রশ্ন করছেন - অমুক কলেজের ছাত্ররা ধূমপান করে কেন? আসলে, সকল কলেজের ছাত্ররা ধূমপান করে। কিন্তু ওই কলেজ ধূমপান বিষয়ক নিয়ম বানিয়েছে।
riakhatun publisher