Answered 2 years ago
ভাই ভুল মেয়ে কথাটা ঠিক বুঝলাম না। আপনি কি ধরনের ভুলের কথা বলছেন? ধরে নিলাম আপনি আমার মত সাধারন ঘরের একজন। তো আপনি ভাগ্যগুনে পেলেন আপনার বিপরীত একজন। তিনি হয়তো খরুচে , আধুনিকতার ভাব আছে, সব সময় ফিটফাট থাকতে চান। হা হয়ত উল্টোটিও হতে পারে, আপনি যেমন চাইলেন তেমন পেলেন না। একটু রক্ষণশীল , খুব একটা কারো সামনে আসতে চান না বা এমনই আরও কিছু। এখন ভাই এখানে আপনারও একটা ভুমিকা আছে বলে মনে করি। এখন তো আর আগের সেই যুগ নেই। মা বাবা পছন্দ করল ব্যাস আপনি বিয়ে করে ফেললেন। এখন আপনি বিয়ের আগে খোঁজ খবর নেন। দশজনের কাছ থেকে জিজ্ঞেস করুন। তা হলেই তো মোটা মুটি একটা চিত্র পাবেন। আর বাকীটা কপাল।
abduladi publisher