Answered 3 years ago
কিছুদিন আগেও ভুটান সংলগ্ন ভারতে, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে, রমরম করে ভুটানি টাকা চলত। তখন আমার আলিপুরদুয়ার জেলার বাড়ি থেকে কলকাতা আসার সময় ভুটানি টাকাকে ভারতীয় টাকায় রূপান্তরিত করতে গিয়ে বেশ অসুবিধা হত। একই রকম ভাবে ভারতীয় টাকা ভুটানেও চলত। কোনও সমস্যা ছিল না। তবে এই ধরনের ব্যাপার-স্যাপার এখন বন্ধ হয়েছে।
আজকাল ভুটানে বেড়াতে গেলে আপনি ভারতীয় টাকাকে ভুটানি টাকায় পাল্টে নিতে পারেন। তবে নিম্ন ভুটানে আজও ভারতীয় মুদ্রা চলে বলেই আমার অনুমান।
mahirkhan publisher