ভিক্টোরিয়ান যুগে নারীরা চোখের জল বোতলে সংরক্ষণ করতো কেন?

1 Answers   4.3 K

Answered 3 years ago

Tear CatcheCatcher (চোখের পানি সংরক্ষণ করা বোতল কে টিয়ার ক্যাচার বলা হয়)

এর ব্যবহার মাঝখানে শতবছর ধরে অপ্রচলিত থাকলে তা ভিক্টোরিয়ান যুগে এসে পুনরায় প্রচলন শুরু হয়। সেসময় বেশিদিন শোক পালনের জন্য অনেকে দীর্ঘ সময়ের জন্য কালো পোশাক পরিধান করতো।

মৃত ব্যাক্তির জন্য শোক পালন করার সময় তারা সূক্ষ্ণ কাঁচের বোতল ব্যবহার করতো। তারা শোক পালনের সময় মৃত ব্যাক্তির জন্য যতটুকু চোখের জল ফেলতো সেটাকে সেই কাঁচের বোতলে রেখে দিতো।

এই বোতল টি সেসময় মানুষজনের কাছে ‘Tear Catcher’ নাম ছাড়াও ‘Lachrymatory’ নামে বেশ প্রচলিত ছিল।

এই বোতল শোক/ দুঃখের পরিমাপ করতে ব্যবহৃত হত এবং আর যখন সেই বোতলের চোখের পানি বাষ্পীভূত হয়ে একেবারে উড়ে যাবে, এর মানে হলো যে ব্যাক্তির দূর্ঘটনা বা মৃত্যুর জন্য শোক করা হচ্ছিল। তাকে নিয়ে শোক/ দুঃখ করার সমাপ্তি হয়েছে।

Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions