ভালোবেসে বিয়ে সুখী হওয়া যায়?

1 Answers   6.1 K

Answered 2 years ago

মুলত বিবাহ সুখের হয় তখন যখন আপনার ও আপনার জীবন সঙ্গী মিল অমিল আপনারা টিক করে নিতে পারবেন। আপনি সুখে থাকবেন এমন জীবন সঙ্গী নির্বাচন করতে হবে আপনাকে। কারণ সুখি জীবন এই নির্বাচনে প্রায় সকলে ভুল করে। এমন কি বড় বড় মনীষীরাও করে। এর কারণ কি প্রেম হ্যা,,,প্রেম করেই তারা ভুল করে। কেনো বলছি, আপনি দেখতে পাবেন বেশির ভাগ প্রেম করা বিবাহ টেকে না। এর বহু কারণ আছে আমি শুধু একটি কি দুটি কারণ বলবোঃ

আপনি যখন একটা জিনিস দেখেন তখন বার বার একই জিনিস দেখতে মন চাই না। আর এটাই বড় সমস্যা এটা থেকেই জগড়া-ফ্যাসাদ, অবশেষে বিচ্ছেদ।

আমি আর একটা কারণ বলবো যে সকল স্ত্রী ঘ্যানর ঘ্যানর করে সে পরিবারে কোনোদিন সুখ আসবে না।এ থেকে চোখের জিনা যা ভয়ংকর তাই হতে পারে।

আব্রাহাম লিংকন তিনি ভুলের বিবাহে বিশাল অশান্তি ভুগেছেন। শেখ সাদি, লিও টলস্টয় এর মতো ব্যাক্তি সহ মুসলিম হোক আর সে যে ধর্মের হোক কেনো বিশাল অশান্তি গেছে তাদের জীবনে, শুধু সঙ্গী নির্বাচনে ভুল করায়।

তাই বিয়ের আগে ভালোবাসবেনা কাউ কে, এতে মানসিক শান্তি সহ জীবন সুন্দর হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন সঙ্গী নির্বাচন। এতেই সুখ পাবেন কিনা নির্ভার করবে।

aminaforid
aminaforid
435 Points

Popular Questions