ভালোবাসায় সেক্সুয়াল এট্রাকশন কি খারাপ?

1 Answers   3.4 K

Answered 2 years ago

ভালোবাসায় সেক্সুয়াল এট্রাকশন খুবই স্বাভাবিক ব্যাপার, এটা প্রকৃতির নিয়মে চলে। কারন টা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন এর কারনে আমরা একে অন্যের প্রতি প্রেমে পড়ি। ভালোবাসা সৃষ্টি হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না প্রথম দেখায় প্রেম হয়। প্রথম দেখায় যেটা হয় সেটা আকর্ষণ। যৌনতা গুরুত্বপূর্ণ। যৌন আকর্ষণ না থাকলে পার্টনারের প্রতি প্রেম হয় না। তবে এটা অস্থায়ী। তারপর আস্তে আস্তে সত্যিকারের প্রেমটা হয়। যৌনতা বাদ দিয়ে ভালোবাসা হয় বলে আমার মনে হয় না। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে বউয়ের জন্য পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুই লাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট মেয়েরা পায়, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, ঠিক মেয়েদের বেলাতেও তেমন ঘটতো। যৌনতাকে সম্মান করা উচিত কিন্তু অপব্যবহার নয়। একটা মেয়ে একটা ছেলের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ আবার একটা মেয়েই সবচেয়ে একটা ছেলের কাছে বেশি অনিরাপদ। তবে হালাল হারাম সম্পর্কে সাবধান ⛔ আর ভালোবাসা বলতে কি বোঝায় আসুন সেটা বুঝতে চেষ্টা করি। একটা মেয়ের শরীরের গন্ধ আপনার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম ও কামুকতা !! আরেকটা মেয়ে আছে, যাকে আপনি অনুভব করেন। তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না। এটা হচ্ছে ভালোবাসা!! আপনার বন্ধু মহলে কোন একটা মেয়ে আছে যার সাথে আপনি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকেন। এই মেয়েটি হচ্ছে আপনার কামনার বস্তু। একই ভাবে আপনার মস্তিস্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে আপনি গা ঘেঁষে বসার জন্য অস্থির না। কিন্তু তার অনুপুস্থিতির জন্য আপনি অস্থির তার সাথে কথা বলার জন্য আপনি অস্থির। এই মেয়েটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষ!!কোন মেয়ে আপনার সাথে ইগো দেখালে আপনিও তার সাথে সমানতালে ইগো দেখান। কিন্তু আপনার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও আপনি তার সাথে ইগো দেখাতে পারেন না। প্রথমজন আপনার প্রেমিকা। পরের জন আপনার ভালোবাসা। মেডিকেল সাইন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবে শারীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোন মানুষের সাথে আপনার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা। আর যদি সেরকম ইচ্ছে না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম ও কামুকতা । আশাকরি বুঝতে পেরেছেন? পরিশেষে মেয়েদের বলতে চাই....... ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখেন। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।আপনার খুব ভালো করেই জানেন কেমন এঙ্গেলে ছবি তুললে কেমন ড্রেস পরলে কেমন চলাফেরা করলে ছেলেরা বেশি তাকায় টিচ্ করে সুতরাং সবকিছু বুঝেও না বোঝার ভান করে শুধু শুধু পুরুষদের দোষ দিবেন না। বিশেষ দ্রষ্টব্য : লেখার মধ্যে কিছু কিছু কথা সংগ্রহ করে আনা হয়েছে।
Farhan
farhanreza
271 Points

Popular Questions