ভার্চুয়াল বাস্তবতা মিক্সড শব্দাবলী। Virtual Reality হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন। Augmented Reality কে ভার্চুয়াল বাস্তবতা বলা যায়। Augmented Reality হচ্ছে টেকনোলজি, যা দিয়ে ভবিষ্যতের কোন কিছুকে বর্তমানে কল্পনা করে কিংবা সেটাকে এখনই স্হাপন করলে তার প্রভাব কেমন হবে সেটা বোঝা যায়।
বিশ্ববিখ্যাত ফার্নিচার কোম্পানি IKEA সর্বপ্রথম এই টেকনোলজি ব্যবহার করে তাদের প্রোডাক্ট মার্কেটিং এ। স্মার্ট ফোনে ইন্সটল করা এপ দিয়ে দেখা হতো আপনার ড্রইংরুমের সার্বিক পরিস্হিতি বিবেচনা করে কোন সোফাসেট কিংবা কোন চেয়ারটা সবচেয়ে উপযোগী হবে তা সিলেক্ট করা।
rayahan publisher