Answered 2 years ago
ভারতের রিজার্ভ ব্যাংক ২৩ শে মে থেকে ৩০ শে সেপ্টেম্বর অর্থাৎ ১৩০ দিন সময় নির্ধারিত করেছে , কারোর কাছে ₹২০০০ টাকার নোট থাকলে সেটি ব্যাংকে জমা দিয়ে ছোট অঙ্কের মুদ্রায় পরিণত করে নিতে।
₹২০০০ টাকার নোট এসেছিল নভেম্বর ২০১৬ তে, নোটবন্দির সময়, সময়ের সাথে যখন মানুষের হাতে ৫০০-২০০-১০০ নোটের সার্কুলেশন বেড়ে যায়, RBI ২০১৮-১৯ এই ₹২০০০ এর নোট ছাপা বন্ধ করে দেয়। যেই ₹২০০০ এর নোট আগে প্রায় ৩৪% মত সার্কুলেশন এ ছিল, সেটা এখন আর আপ্রক্স ১০% মত আছে। অর্থাৎ সিংহভাগ লোকের কাছেই এই নোট আর এমনি নেই, থাকার সম্ভবনাও কম। RBI ₹২০০০ নোট কে অবৈধ ঘোষণা করেনি। পরে করে দেওয়ার যথেষ্ট সম্ভবনা আছে। ব্যাংকের সাথে সাথে আপনি RBI এর ১৯টা রিজিওনাল অফিসেও গিয়ে ₹২০০০ এর নোট বদল করে আনতে পারেন।
RBI এর মূল নোটিফিকেশনটি হল : https://m.rbi.org.in//scripts/NotificationUser.aspx?Id=12505&Mode=0
liton publisher