ভারত ভাগের ফলাফল কী ছিল?

1 Answers   3.9 K

Answered 3 years ago

দ্বীপ রাষ্ট্রগুলো ছাড়া, গত ৫০০ বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে এরকম কোন দেশের নাম বলতে পারবেন? পারবেন না সম্ভবত। পৃথিবীর রাজনৈতিক মানচিত্র পরিবর্তনশীল। যে ব্রিটিশকে ভারতীয়রা অহর্নিশি গালাগাল করে, সেই ব্রিটিশের কল্যাণেই অরুণাচল, কেরালা, মালাবার এক ভারতের অধীনে এসেছে। তার আগে এগুলো আলাদা দেশ বা রাজ্য হিসেবে ছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ চলে যাবার সময় যদি বলতো, ১৭৫৭ সালে আমরা যে ভারত যেভাবে পেয়েছিলাম, তোমাদেরকে আবার সেই রূপেই রেখে যাবো, ভারতীয় নেতৃবৃন্দ কিছু করতে পারতো? আমার সন্দেহ আছে।

ভারত বহুভাগে বহুকাল ধরেই বিভক্ত ছিল। এখন আপাতত তিন খন্ড হয়ে তিনটি দেশ হিসেবে আছে। ভবিষ্যতে কি হবে সেটা আগামীর ঘটনাচক্রেই বোঝা যাবে। তবে অখন্ড ভারত নামের দিবাস্বপ্নের কোন সুযোগ নেই, এটুকু আমি জানি। কারণ ভিন্ন ভিন্ন রিপাবলিক বা জাতি গঠনের মতো শক্তিশালী উপাদান এরই মধ্যে শক্ত ভাবে গেঁড়ে বসেছে এ অঞ্চলের অনেক স্থানে।

Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions