ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তার করে কি?
9
0
1 Answers
5.8 K
0
Answered
2 years ago
পৃথিবীর সকল দেশ তার প্রতিবেশী দেশ বা অন্যদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে।কারন সকল দেশ চায় তার প্রতিবেশী দেশে পছন্দের সরকার ক্ষমতায় থাক।
এমনকি আমেরিকার রাজনীতিতে রাশিয়া, চিন, ইরান ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।২০১৪ সালের নির্বাচনে রাশিয়ান ওয়াগনার গ্রুপ ট্রাম্পকে জেতাতে সহায়তা করে।
এমনকি নরেন্দ্র মোদি ২০২০ এর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করে এসেছেন।
আবার আমেরিকার ন্যাটো মিত্ররা ট্রাম্পকে পছন্দ করত না।
এই প্রভাব বিস্তারের প্রধান কারন রাজনৈতিক স্বার্থ।
ভারতও তেমনি চায় তার প্রতিবেশি দেশে যেন পছন্দের সরকার আসীন হয়।সেজন্য হয়ত প্রভাব বিস্তার করার চেষ্টা করে।মূলত লিবারেল স্যাকুলার ডেমক্রেসিতে প্রভাব বিস্তার করা কঠিন।কিন্তু কোন রাষ্ট্রের মানুষ অশিক্ষিত ধর্মান্ধ হলে সহজে প্রভাব বিস্তার করা যায় ও সাইকোলজিক্যাল অপারেশন সহজে কাজ করে।
এই প্রশ্নটি করেছেন একজন বাংলাদেশী কোয়রা মিত্র।তার মূল উদ্দেশ্য ভারত সরকারের বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের বিষয়ে আলোচনা করা।
সেটা আপনার পূর্ব DG ISI জেনারেল আসাদ দুররানির বক্তব্য থেকে জানা উচিত।
পাকিস্তানের পূর্ব DG ISI জেনারেল আসাদ দুররানি অন রেকর্ড বলেন ১৯৯১ সালের নির্বাচনে ISI বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক দলকে ৫০ কোটি রুপি প্রদান করে।
imonrana publisher