Answered 2 years ago
একজন বাংলাদেশী হিসেবে আমি ভারতকে আর মোদি জ্বী কে যথেষ্ঠ পছন্দ করি। কারণ আমাদের দেশে যেই উন্নয়ন উন্নতি ডিজিটাল স্মারট প্রভৃতি মুখে মুখে রাজ নেতারা বলতে বলতে নিজেদের মুখের ফেনা তুলে ফেলেছে আর সাধারণ জনগণের কানে তালি মেরে দিয়েছে ঠিক সেই জায়গায় ভারতে সত্যিকার অরথেই মোদি সাহেবের সরকার ভারত বাস্তবিক উন্নয়নের মূখ দেখাচ্ছে। দেশের বাইরে থেকে বিষয় গুলো আরও পরিষ্কার ভাবে বুঝতে পারছি। ভারত সরকার যেমন প্রবাসী বান্ধব তেমনি বৈদেশীক কুটনীতিক সমরকো তাদের বিশ্ব মানের। তারা যা বলে যা করে ভেবেচিন্তে করে, বাংলাদেশের মতন যা মরজি তাই বলেনা। কিছু বিচ্ছিন্বতাবাদি ঘটনা ভারতে ঘটলেও উন্নতি ঈরষা করার মতনই। শুধু মাত্র জাত ধরম এই জিনিসের ডিভাইডেশন বাদ পড়লে ভারত কে বিশ্বের নতুন মাথা হিসেবে আদরশ হিসেবে দাড়াতে কেউ আটকাতে পারবেনা। আর এটার রূপকার মোদি সাহেব ছাড়া কেউ না। তার থেকে শেখা উচিত শাসক কেমন হতে হয়।
Kalam Biswas publisher