Answered 2 years ago
প্রশ্নে একটু ভুল আছে। ভারত ইসরায়েলের গোলামি করছে না। ভারতের সাথে ইসরায়েলের দহরম মহরম সম্পর্ক আছে। এজন্য ভারত সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে।
ইসরায়েল হচ্ছে স্বঘোষিত ইহুদি মৌলবাদী রাষ্ট্র। ভারতকে অনেকে হিন্দু মৌলবাদীদের রাষ্ট্র বলে থাকে। কিন্তু ভারত তা অস্বীকার করে। যাই হোক ভারতের বর্তমান বিজেপির সাথে ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। কারণ উভয় গ্রুপের একটা কমন উদ্দেশ্য আছে। উভয়েই মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান।
সুতরাং বলা যায় ভারত ও ইসরায়েল খুব ঘনিষ্ঠ। কিন্তু কেউ কারো গোলাম না।
তবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ অলিখিতভাবে আমেরিকার গোলাম। এই গোলামি সবাই নিজ স্বার্থেই বরণ করে নিয়েছে। নাহলে আফগানিস্তানের মতো দশা হবে।
salmon publisher