ভারতে মুসলমানকে মূর্তি পূজার অনুষ্ঠানে দেখা যায় ?

1 Answers   9.2 K

Answered 3 years ago

১) ভারতীয় হিন্দুরা মুসলিমদের ইফতারে যোগ দেন। পীর ফকিরদের কাছে যান।

২) ভারতীয় হিন্দুরা যিশু খৃষ্টের জন্মদিনে চার্চে যান ,কেক খান,এমনকি খৃষ্টোৎসব (রামকৃষ্ণ মিশন ,বিশ্বভারতীতে) পালন করেন।

৩) ভারতীয় হিন্দুরা মহাবীর জয়ন্তী বা পারশনাথ এঁর জন্মদিনে জৈনদের সঙ্গে মিছিলে হাঁটেন।

৪) ভারতীয় হিন্দুরা মাথায় রুমাল বেঁধে "ওয়া গুরু কি ফতে বা "যো করেগা সো নিহাল/সৎ শ্রী অকাল " ধ্বনি দিতেদিতে শিখদের গুরুদোয়ারায় প্রবেশ করেন। এবং লঙ্গরখানায় সকলের সঙ্গে খাবার খান।

৫) ভারতীয় সকল অহিন্দুরা হিন্দুদের দুর্গাপূজা,গনপতি উৎসব ইত্যাদিতে নূতন পোষাক পরে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়ান।

৬) ঐসব উৎসবে অহিন্দুরা ক্লাবের সভাপতি হন কর্মকর্তা হন এবং চাঁদা দেন ও তোলেন।

৭) বৌদ্ধদের অধিকাংশ হিন্দু আলাদা ধর্মের (যেহেতু বুদ্ধদেব কে বিষ্ণুর নবম অবতার মনে করেন।)লোক বলেই মনে করেন না!

৮) ইহুদি ও জরথ্রুষ্টীয় রা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে হাজার বছর ধরে ভারতে বসবাস করতে করতে এমনভাবে মিশে গেছেন যে আলাদাকরে চেনা মুশকিল!

৯) সারন বা আদিবাসীরা নিজেদের দেবতা (যেমন মারাংবুরু) র সঙ্গে সঙ্গে হিন্দু দেবদেবী(যেমন কালী) র ও উপাসনা করেন।

এই পরিবেশে ভারতীয় মুসলমানরা অন্যান্যদের নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাকে শ্রদ্ধা প্রদর্শন করেন, নিজ ধর্মের অনুসরণ ও অনুশীলন সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। ভারতীয় না হলে বা মিশ্র সংস্কৃতির মধ্যে বড় না হলে এর মর্ম বোঝা একটু কষ্টকর! শেষ করি কবীরের একটি দোঁহার উল্লেখ করে-"সবসে বসিয়ে,সবসে রসিয়ে /সবকো লিজিয়ে নাম। অর্ হাঁ জী, হ্যাঁ জী করতে রহিয়ে বৈঠিয়ে আপনি ধাম।" পারলে অর্থটা জেনে নেবেন!

Afroja Sultana
afrojasultana
328 Points

Popular Questions