ভারতের মোট রাজ্য-এর সংখ্যা কত?

1 Answers   4.8 K

Answered 2 years ago

ভারতের ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, রাজধানী, আয়তন ভারতের ২৮ টি রাজ্যের নাম, রাজধানী, আয়তন নং রাজ্য /কেন্দ্রশাসিত রাজধানী আয়তন (বর্গ-কিমি) ১ অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ ১৬০,২০৫ ২ অরুণাচল প্রদেশ ইটানগর ৮৩,৭৪৩ ৩ অসম দিসপুর ৭৮,৪৩৮ ৪ বিহার পাটনা ৯৪,১৬৩ ৫ ছত্তিশগড় রায়পুর ১৩৫,১৯২ ৬ গোয়া পানাজি ৩,৭০২ ৭ গুজরাট গান্ধীনগর ১৯৬,২৪৪ ৮ হরিয়ানা চন্ডিগড় ৪৪,২১২ ৯ হিমাচল প্রদেশ সিমলা ৫৫,৬৭৩ ১০ ঝাড়খন্ড রাঁচি ৭৯,৭১৬ ১১ কর্ণাটক বেঙ্গালুরু ১৯১,৭৯১ ১২ কেরালা তিরুবন্তপুরম ৩৮,৮৫২ ১৩ মধ্যপ্রদেশ ভোপাল ৩০৮,২৫২ ১৪ মহারাষ্ট্র মুম্বাই ৩০৭,৭১৩ ১৫ মনিপুর ইমফল ২২,৩২৭ ১৬ মেঘালয় শিলং ২২,৪২৯ ১৭ মিজোরাম আইজল ২১,০৮১ ১৮ নাগাল্যান্ড কোহিমা ১৬,৫৭৯ ১৯ ওড়িশা ভুবেনশ্বর ১৫৫,৭০৭ ২০ পাঞ্জাব চন্ডিগড় ৫০,৩৬২ ২১ রাজস্থান জয়পুর ৩৪২,২৩৯ ২২ সিকিম গ্যাংটক ৭,০৯৬ ২৩ তামিলনাড়ু চেন্নাই ১৩০,০৬০ ২৪ তেলাঙ্গানা হায়দ্রাবাদ ১১৪,৮৪০ ২৫ ত্রিপুরা আগরতলা ১০,৪৮৬ ২৬ উত্তরাখন্ড দেরাদুন ৫৩,৪৮৩ ২৭ উত্তরপ্রদেশ লখনৌ ২৪০,৯২৮ ২৮ পশ্চিমবঙ্গ কোলকাতা ৮৮,৭৫২ ভারতের ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, রাজধানী, আয়তন নং রাজ্য /কেন্দ্রশাসিত রাজধানী আয়তন (বর্গ-কিমি) ১ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার ৮,২৪৯ ২ চন্ডিগড় চন্ডিগড় ১৪৪ ৩ দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ সিলভাসা ৪৯১ ৪ দিল্লী দিল্লি ১,৪৮৩ ৫ জম্মু ও কাশ্মীর জম্মু (শীত) ও শ্রীনগর(গ্রীষ্ম) ২২২,২৩৬ ৬ লাদাখ লে ৫৯,১৪৬ ৭ লাক্ষাদ্বীপ কাভারাত্তি ৩০ ৮ পুদুচেরি পুদুচেরি ৪৯০
Abu Toha
abutoha02
108 Points

Popular Questions