ভারতের প্রথম কোন ক্যাপ্টেন বিশ্বকাপ জেতেন?

1 Answers   8.5 K

Answered 2 years ago

সম্পর্কিত ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারলো না কার দোষে? আমি সবার আগে ভারতীয় নির্বাচকদের দোষ দেবো।ইংল্যান্ডের মতো ভিজে উইকেটে কোনো ভালো সুইং বোলার নিয়ে যায়নি।ভুবনেশ্বর কুমার বেস্ট চয়েস ছিল।কিন্তু ভুবি চান্স পায়নি।ভালো ওপেনারের বড্ড অভাব।মিডল অর্ডার তো পুরো ডুবিয়ে ছেড়েছে।সত্যি বলতে একদম ভালো খেলতে পারেনি ভারত।মানসিকতা ছিল শুন্য। টি 20 গোছের প্লেয়ার দিয়ে টেস্ট খেলা যায় না।সব ম্যাচেই ঋষভ পন্থ যে ভালো খেলবে তার কোনো মানে নেই।কোনো ব্যাটিং টেকনিকের ঝলক দেখতে পেলাম না।তারপর কোহলির অনেক ভুলভাল সিদ্ধান্ত বিপক্ষে গেছে।কাপ্তেন হিসাবে কোহলি একদম ব্যর্থ।ওকে আর রাখা ঠিক হবে না।তারপর লবি বাজির জোরে আজেবাজে প্লেয়ার টিমে চান্স পেয়ে যায়।সবার আগে লবি বাজি বন্ধ করতে হবে।দেশে অনেক প্রতিভা চান্স না পেয়ে হারিয়ে যায়।শুধুমাত্র লবি বাজির জন্য।ভারতীয় ক্রিকেটাররা অর্থ ছাড়া আর কিছু চেনে না।এটা মোটেও ভালো লক্ষণ নয়।একটা অহংকারী ভাব দেখা যায়।যা পতনের কারণ।ইংল্যান্ডে তার নমুনা দেখা গেলো।অবিলম্বে বোর্ড মিটিং ডেকে কঠোর সিদ্ধান্ত না নিলে এমনি চলতে থাকবে।
Niloy Shek
niloyshek
330 Points

Popular Questions