Answered 2 years ago
সাধারণত: খুবই ছোট জায়গার ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যায়।
PH হচ্ছে, Passenger Halt।
এসব পয়েন্টে, কোনো এক্সপ্রেস ট্রেন থামবে না, শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেন দু মিনিটের জন্য থামবে।
এটাকে স্টেশন বলা যাবে না।
কারণ, খুবই কম সংখ্যক যাত্রী হওয়ার জন্য এসব হল্ট পয়েন্টে সাধারণ স্টেশনের সযোগ সুবিধা থাকে না।
যাত্রী উঠা নামার জন্য, এরকম হল্ট পয়েন্ট করা হয়।
ওই অঞ্চলের বসবাসকারী লোকেদের যুক্তি সঙ্গত চাহিদার কারণে এ ধরণের হল্ট পয়েন্ট করা হয়ে থাকে।
এসব হল্ট পয়েন্টে রেলের টিকিট বিক্রির জন্য, চুক্তি ভিত্তিক লোক রাখা হয়।
dorududdin publisher