ভারতীয় আগ্রাসন অথবা বাংলাদেশে র-এর অপতৎপরতা নিয়ে কোনো তথ্যচিত্র আছে কি?

1 Answers   7.2 K

Answered 2 years ago

বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা "র" সম্পর্কে প্রচলিত গল্পের অধিকাংশই মিথ।এর কোন বাস্তব ভিত্তি নেই।

অধিকন্তু, "র" শুধু তথ্য সংগ্রহ করে।তাদের মোসাদ বা আইএসআই এর ন্যায় কাভার্ট অপারেশন এর সক্ষমতাও নেই।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের প্রফিটের জন্য এই "র" নিয়ে কাহিনী রচনা করে অনেক সময় কিন্তু বাস্তবে তার অধিকাংশ মিথ্যা।

বরং বাংলাদেশের ন্যায় রাষ্ট্রে CIA,ISI,MSS,MI6 এর ন্যায় এজেন্সির প্রভাব বেশি হওয়ার কথা!

Rashed Rahaman
rashedrahaman
406 Points

Popular Questions