ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) আবেদন মেনে " কুলিং অফ পিরিয়ড" তুলে দিতে রাজি নয় দেশের সর্বোচ্চ আদালত। এখন আমার প্রশ্ন হল- এই "cooling of period" কাকে বলে?

1 Answers   4.2 K

Answered 2 years ago

উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

ব্যাঙ্কে এই phrase টি ব্যবহৃত হয় । একজন মনে করুন promotion এর পরীক্ষা/ কিম্বা সাক্ষাৎকারে পর পর দুটি বছর ফেল হয়, তাহলে তাকে পরবর্তী তৃতীয় বছরে পরীক্ষা অথবা সাক্ষাৎকারে ডাকা হয় না । অর্থাৎ চতুর্থ বছরে সে আবার সাক্ষাৎকারের জন্য পাত্র হয় । এই তৃতীয় বছরকে Cooling Off Period বলা হয় ।


Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions