ভারতীয়রা পাকিস্তানকে এত ঘৃণা করে কেন?

1 Answers   4 K

Answered 3 years ago

ভারতীয়রা পাকিস্তানিদের ঘৃণা করে না ।

কিন্তু সন্ত্রাসবাদ ছড়ানোর নিরীখে পাকিস্তান এবং সন্ত্রাসবাদ সমার্থক হয়ে দাঁড়িয়েছে ।পাক সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে পাকিস্তানে প্রায় পঞ্চাশটির মত মৌলবাদি সন্ত্রাসী সংগঠন অপারেট করে , যাদের মূল কাজই হল ভারতে সন্ত্রাস ছড়ানো ।

পাকিস্তানের ( পূর্ব পাকিস্তান সমেত ) সৃষ্টিই হয়েছিল ভারতের বিরোধিতা করে এবং করার জন্য । পাকিস্তান বারবার তার প্রমাণও রেখেছে । ১৯৯৯ এ কার্গিল , ২৬/১১ এর মুম্বই হানার বীভৎসতার কথা নিশ্চয় শুনে থাকবেন । এর পরেও পাকিস্তানকে তথা পাকিস্তানিদের বন্ধু মনে করাটা কতটা যুক্তিযুক্ত ?

তদুপরি পাকিস্তানিরা কতটা বর্বরতা বা অসভ্যতার পরিচয় দিতে পারে , বাংলাদেশি হিসেবে তা হয়তো আপনার অজানা নয় ।

Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions