Answered 2 years ago
কারণ, বৃটিশ দ্বীপপুঞ্জ একটি আলাদা সার্বভৌম রাষ্ট্র এবং ভারত পাকিস্তান ও বাংলাদেশও তিনটি পৃথক সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলির সংগ্রহ করা (সে যেভাবেই সংগৃহিত করা হোক না কেন) কোন সম্পদ কেউ ইচ্ছে করলেই ফেরত চাইতে পারে না।
বৃটিশদের মিউজিয়ামে শুধু ভারতীয় উপমহাদেশই নয়, পৃথিবীর আরো বহু বহু দেশের সম্পদ আহরণ করে দ্রষ্টব্য করে রাখা আছে। তারাও সেসব ফেরত চাইতে পারবে না। অর্থাৎ দাবি করতে পারবে না।
এখন যদি, অন্য কোনভাবে হাতেপায়ে ধরে, চেয়ে, অনুরোধ করে বা মুল্যের বিনিময়ে কোন দ্রব্য ফেরত নিয়ে আসতে পারেন তাহলে সেটা আলাদা ব্যাপার - কিন্তু দাবি করে আনা যাবে না।
কিছু বছর আগে বিজয় মাল্য (ব্যাঙ্ক স্ক্যামখ্যাত) টিপু সুলতানের সোর্ড বা তরবারি ফেরত নিয়ে ভারতে এসেছিলেন একটা নীলামে সবচে বেশী দর হেঁকে। সেরকম করে কিছু সম্পদ যে আনা যায় না তা নয়। কিন্তু সেরকম সুযোগ এবং তার সদ্ব্যবহার করতে পারে কজন?
এছাড়া ব্যাক্তিগত charisma দিয়েও লুন্ঠিত সম্পদ ফেরত আনা যায়। কিছু মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভাস্কর্য এবং মুর্তি ফেরত নিয়ে এসেছেন (১০৯টি বোধহয় লাস্টের যাত্রায়) ইয়োরোপ আমেরিকা থেকে। মোদিজির ব্যক্তিগত উদ্যোগে এবং influenceএ সেসব আগরন করা গেছে, তাও সেগুলোও লুন্ঠিত সম্পদের তুলনায় নগন্য। তবু ফেরত তো এসেছে, সেটাই সান্তনা।
মনে রাখবেন বিজেতা যখন ধন সম্পদ লুঠ তরে তখন পরাজিতদের তার ওপর কোন হক বা দাবি থাকে না।মিশরের পিরামিড থেকে অজস্র সম্পত্তি বৃটিশ মিউজিয়াম স্থান পেয়েছে - ফেরত যায় নি মিশরে কিছুই।
rofikulislam publisher