Answered 2 years ago
খুব প্রভাব আপাতত পড়বে বলে মনে হয় না। কারন:
ভারতের অবস্থানের কারনেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের আগ্রাসন আটকাতে আমেরিকা এই মুহুর্তে ভারতের বিরুদ্ধে যাবে না, অন্তত প্রকাশ্যে।
রাশিয়ার সঙ্গে আমেরিকার যতই টক্কর থাক, সেই ঠান্ডাযুদ্ধের যুগ আর নেই। কোভিডোত্বর মন্দার আঁচ যেমন পূর্ব ইউরোপে লেগেছে, তেমনই ক্রমবর্ধমান বেকারত্ব আর আভ্যন্তরীণ উৎপাদন হ্রাসে আমেরিকার অর্থনীতিও বর্তমানে বেসামাল। তাই ভারতের বিশাল বাজারের উপর রাশিয়ার তুলনায় আমেরিকার নজর বেশী থাকাটাই স্বাভাবিক। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মানবসম্পদ আউটসোর্সিংয়েও আমেরিকা ভারতের উপর তুলনায় বেশী নির্ভরশীল।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, বা কাশ্মীর ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়াভাষায় সতর্ক করা, আমেরিকার সাম্প্রতিক আচার আচরণ থেকে পরিস্কার যে দক্ষিণ এশিয়ায় নিজের ক্রমহ্রাসমান ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের গতি আবার ঘোরাতে আমেরিকা আর প্রতিবেশী দেশে দেশে নরমে গরমে ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করতে চাইছে না।
sinjonkhan publisher