Answered 2 years ago
একদম সই। ভালো সিদ্ধান্ত। আমরা যারা বইপোকা, ভ্রমণপ্রিয়, নেটফ্লিক্স পাগল ও লেখালেখি করতে পছন্দ করি তাদের আবার বিয়ে। প্রতিটা বই আমাদের বউ, প্রতিটা মুভি আমাদের গার্লফ্রেন্ড, প্রতিটা গন্তব্যস্থল আমাদের শ্বশুরবাড়ি, প্রতিটা লেখা উত্তর আমাদের প্রেমিকা।
বলেন আমাদের কি বিয়ে করা লাগবে? আমরা কি একাকী অনুভব করব? আমরা কি একা ভবঘুরে জীবনে সুখী হতে পারব না?
আমরা কী একটা কাল্পনিক জুলেখা নিয়ে সুখে থাকতে পারব না? আচ্ছা, কল্পনায় জগৎ সৃষ্টি করে সেই জগতে ডুব দেয়া কি অন্যায়? যদি আমি কল্পনার জগতে সুখী থাকতে পারি তাহলে অন্যায় কেন হবে?
আমার তো মনে হয় আমি একাকী যত ভালো থাকতে পারব ততটা ভালো বিয়ে কিংবা প্রেম করলে থাকতে পারব না। কারণ বই আমার বউ, লেখালেখি আমার আত্মা, ভ্রমণ আমার শ্বশুরবাড়ি, নেটফ্লিক্স আমার প্রেমিকা।
আমি অকৃতদার থাকলে পৃথিবীকে যতটা দিতে পারব আমার সৃষ্টিকর্মের মাধ্যমে, ততটা বিয়ে কিংবা প্রেম করলে দিতে পারব না। এখন যতটা অবসর আছে আমার জীবনে, বিয়ে কিংবা প্রেম করলে তার বিন্দুমাত্র থাকবে না।
তারচেয়ে বরং বই, লেখালেখি, নেটফ্লিক্স, আর ভ্রমণ নিয়ে থাকব। সারা আকাশ আমার ঘরের ছাদ, সারা পৃথিবী আমার পায়ে চলার পথ। অমনি সুখে-দুঃখে নিস্পৃহ, অমনি নির্ভীক হয়ে জীবন সুখে-দুঃখে, বেদনায় কাটিয়ে দিব।
তাই বলব, আপনার যদি মনে হয় বিয়ে না করে সুখে থাকতে পারবেন তাহলে তাই করুন। আপনি অনেক ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। দুনিয়ার অনেক মহান ব্যক্তি বিয়ে করেন নি। তারা দুনিয়াকে তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে উন্নত করেছেন।
আপনি ইচ্ছে করলেই পারবেন একাকী যাযাবর হয়ে সুন্দর জীবন যাপন করতে। ভালো থাকতে। সবার বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই।
তাহলে পৃথিবীর জনসংখ্যা সমস্যারও একটা সমাধান হবে। আমাদের মতো অকৃতদার পৃথিবীর জন্য অন্তত কিছু করে যেতে পারব।
jahidarif publisher