বয়সের পার্থক্য যদি ১৫ বছর হয়, তবে কি বিয়ে করা ঠিক হবে?

1 Answers   13 K

Answered 2 years ago

আমি একসময় বুঝেছিলাম যে সমবয়সী বা জুনিয়র মেয়েদের থেকে বয়সে বড়ো মেয়দের বেশী পচ্ছন্দ করি। আমার আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিলো ৩৫-৪০ বছর বয়সের মেয়েরা। ২৮ বছর বয়সে বিয়ে করেছি এক ৪৪ বছরের মেয়েকে। ওর সঙ্গে এতোটাই কমফোর্টেবল ফিল করতাম যে আর কাউকে ওর জায়গায় ভাবতেই পারিনি। অন্য কোন কমবয়সী মেয়ের সঙ্গে এতো সহজ হতে পারতাম না যা এই বয়স্ক স্ত্রীর সঙ্গে পারি। সুতরাং দুজনেই সুবিধা বুঝলে বিয়ে করার জন্য এই বয়সের পার্থক্য এমন কিছু নয়। চাইলে বিয়ে করা যেতেই পারে।
Rubayat
Rubayat
334 Points

Popular Questions