ব্রিটেন'কে কেন রাজ্য আর আমেরিকা'কে কেন রাষ্ট্র বলা হয়?

1 Answers   9.8 K

Answered 2 years ago

আমেরিকাকে যুক্তরাষ্ট্র বলার কারণ

আমেরিকা যখন ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে, স্বাধীন হবে তখন তার অঙ্গরাজ্য ছিল ১৩ টি। এই ১৩ টি রাজ্য মিলে একটি রাষ্ট্র গঠন হয়। তাই এর নামকরণ করা হয় যুক্তরাষ্ট্র।

আমরা আমেরিকার পতাকার দিকে লক্ষ্য করি:

পতাকাটিতে দেখতে পাচ্ছি লাল সাদা ডোরা। আপনারা যদি গুনেন তাহলে সংখ্যা হবে ১৩ টি। যা তাদের ইতিহাস ঐতিহ্য বহন করছে। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে ৫০টি তারকা রয়েছে, এ পঞ্চাশটি তারা দিয়ে ৫০টি অঙ্গরাজ্য কে বোঝানো হচ্ছে।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions