ব্রিটিশ ইংরেজি, নাকি আমেরিকান ইংরেজি — বাংলা মাতৃভাষা হিসেবে কোন ধরনের উচ্চারণের ইংরেজি শেখা সহজ?

1 Answers   1.5 K

Answered 3 years ago

আমি মনে করি, আমাদের জন্য আমেরিকান ইংরেজি শেখা সহজ।

ব্রিটিশ ইংরেজি শুনতে সুন্দর লাগলেও, সঠিক উচ্চারণে বলতে পারা কষ্টকর। অপরদিকে হলিউড এবং হালের নেটফ্লিক্স,এমাজন প্রাইমের কল্যাণে আমেরিকান ইংরেজি শুনে শুনে আমরা অভ্যস্ত।

ব্রিটিশরা অর্ধেক কথা রাখে মুখে, বাকী অর্ধেক রাখে পেটে। বৃটিশ এক্সেন্ট ইন্টারপ্রেট করা কঠিন।

আমেরিকান ইংরেজি শুনে বুঝতে পারা এবং সঠিকভাবে বলতে পারা তূলনামূলক ভাবে সহজ।


Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions