ব্যবস্থা বিবাহ হল এক ধরনের কাপুরষতা। আসল সাহসিকতা হল পালিয়ে বিয়ে করার মধ্যে। আপনার কী মত?

1 Answers   6.6 K

Answered 2 years ago

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, বিয়ে করা সাহসিকতা প্রদর্শনের মাধ্যম কবে থেকে হলো? প্রিয় প্রশ্নকর্তা, পালিয়ে বিয়ে করার মধ্যে নিজের সাহসিকতা প্রমাণ হয় না। নিজেকে সাহসী পরিচয়ে পরিচিত করানোর অনেক অনেক ক্ষেত্র এই পৃথিবীতে আছে। সন্তান লালন-পালন করে বড় করার পর সব বাবা-মায়ের স্বপ্ন থাকে নিজে উপস্থিত থেকে সন্তানের বিয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সমাপনের। আপনার সাহসিকতা প্রমাণের ফ্যান্টাসি তাদের মারাত্মকভাবে আঘাত করবে। স্রষ্টার পর আর কেউ যদি আপনাকে কোনরকম বিনিময় ছাড়া ভালবেসে থাকেন, তাঁরা হলেন আপনার পিতা-মাতা।আপনাকে জন্ম দেয়ার দায়ই তাঁদের মধ্যে এ ভালবাসা সৃষ্টি করেছে। এখানে কোন স্বার্থ থাকে না, থাকতে পারে না। তাই ভেবেচিন্তে পদক্ষেপ নিন।
Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions